বাংলাদেশে ঈদ কবে?

ঈদ উদযাপন
ঈদ উদযাপন   © ফাইল ফটো

সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ১৫ জুন দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে৷ আর আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপন করবে দেশটি।

সাধারণ সৌদি আরবসহ মমধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে।

এদিকে বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে তা চূড়ান্ত করতে আগামীকাল শুক্রবার  বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ জুন) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান। ওই বৈঠকে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


সর্বশেষ সংবাদ