মেট্রোরেল চলাচল স্বাভাবিক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মে ২০২৪, ১১:১৩ AM , আপডেট: ২৭ মে ২০২৪, ১১:২৮ AM
সকাল থেকে প্রায় ২ ঘণ্টা মেট্রোরেল বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় এই সমস্যা হয় বলে মেট্রোরেল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান।
সোমবার (২৭ মে) সকাল ১০টা ৮ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। ফলে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখতে হয়েছিল।
এর আগে আজ সকাল ৭টার কিছু পরে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে। হুট করে ট্রেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েন অপেক্ষারত যাত্রীরা।
এর আগে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।