টানা ঝড়-বৃষ্টির পর ফের আসছে তাপপ্রবাহ

মে মাসের মাঝামাঝি থেকে গরম বাড়বে
মে মাসের মাঝামাঝি থেকে গরম বাড়বে  © প্রতীকী ছবি

কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পাশাপাশি ঝড় হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে সর্বত্র। এর আগে টানা এক মাসের তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা ছিল। এরপর কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি মিলেছে। তবে সে স্বস্তি বেশিদিন স্থায়ী হচ্ছে না। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, কয়েকদিনের মধ্যে দেশে বৃষ্টির প্রবণতা কমবে। মে মাসের মাঝামাঝি থেকে গরম বাড়বে। শেষাংশের পুরোটাই তাপপ্রবাহ থাকতে পারে। রোববার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। আর ১৫ মে’র পর থেকে তাপপ্রবাহ থাকতে পারে।

একই ধরনের তথ্য জানিয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেনের ভাষ্য, রংপুর, ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে। তবে অন্য জায়গা থেকে কমে যাবে। শনিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পরের পাঁচ দিন তাপমাত্রা বাড়তে পারে বলে জানান তিনি।

আরো পড়ুন: ঢাকাসহ ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, মে মাসে তাপমাত্রা এপ্রিলের মতো প্রকট হবে না। কারণ কোনো কোনো দিন বৃষ্টি হবে। মে’র শেষের দিকে এবং জুনের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা বাড়বে। জুনের ১৫ তারিখ থেকে বর্ষাকাল শুরু হয়। এর আগে প্রকৃতি ড্রাইআউট হওয়ায় তাপমাত্রা বাড়বে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (১১ মে) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যৗ দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ