বাংলাদেশে এখন জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ

দেশের জনসংখ্যা ১৭ লাখ ৬১ হাজার বেড়েছে
দেশের জনসংখ্যা ১৭ লাখ ৬১ হাজার বেড়েছে  © ফাইল ছবি

বাংলাদেশের জনসংখ্যা এখন ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার। জনশুমারি ও গৃহগণনা-২০২২ ভিত্তিতে ১ জানুয়ারি প্রাক্কলিত এ জনসংখ্যা রয়েছে। এর আগের হিসাবে জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার। রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়ামে এ তথ্য প্রকাশ করা হয়। এ হিসাব অনুযায়ী, ১৭ লাখ ৬১ হাজার জনসংখ্যা বেড়েছে।

পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। উপস্থিত ছিলেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পরিসংখ্যান অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু প্রমুখ।

আরো পড়ুন: দেশের মানুষের গড় আয়ু জানাল বিবিএস

অনুষ্ঠানে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩’ শীর্ষক এ তথ্য প্রকাশ করা হয়। সে অনুযায়ী, প্রাক্কলিত জনসংখ্যায় নারী আট কোটি ৭৩ লাখ ৯০ হাজার এবং পুরুষ ৮ কোটি ৪২ লাখ। ২০২৩ সালে প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২ দশমিক ৩ বছর। জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩৩ শতাংশ। ২০২২ সালে ১ দশমিক ৪০ শতাংশ ছিল। 

প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা এক হাজার ১৭১ জন। পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার হাজারে ৩৩ জন। প্রতি লাখ জন্ম নেওয়া শিশুর বিপরীতে মাতৃমৃত্যুর হার ১৩৬ জন। ২০২২ সালে ১৫৩ জন ছিল। শিক্ষা, কর্মে কিংবা প্রশিক্ষণে নেই এমন তরুণের সংখ্যা হ্রাস পেয়ে ৩৯ দশমিক ৮৮ শতাংশ হয়েছে। ২০২২ সালে ছিল ৪০.৬৭ শতাংশ।


সর্বশেষ সংবাদ