নৌকার প্রচারণায় বিএনপির ২ নেতা, দল থেকে বহিষ্কার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০২ AM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ AM
নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে কক্সবাজারে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—টেকনাফ উপজেলা বিএনপির সদস্য ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান এবং রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাফর আলম। নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত কক্সবাজার-৩ আসনের প্রার্থী সাইমুম সরওয়ার ও কক্সবাজার-৪ আসনের প্রার্থী শাহীন আক্তারের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়ায় তাদের বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের সঙ্গে আঁতাত করে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেছেন জিয়াউর রহমান ও মো. জাফর আলম। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিএনপির সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে টেকনাফ উপজেলা বিএনপির সদস্য জিয়াউর রহমান ও রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাফর আলম বলেন, বহিষ্কারের বিষয়ে এখনো কিছু জানি না। চিঠি পেলে কনফার্ম হওয়া যাবে।
জানতে চাইলে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী বলেন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
উল্লেখ্য, এর আগে ২০ ডিসেম্বর কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মো. শরীফ বাদশার লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়।