উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৪০ কর্মকর্তা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০১:৫৯ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ০১:৫৯ PM
প্রশাসনের ২৪০ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ৯ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।
শনিবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে পৃথক দুটি আদেশ জারি করেছে।
নিয়মানুযায়ী, পদোন্নতি দিয়ে কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে তাদের পদায়ন করা হবে। তবে সাধারণত আগের পদেই তাদের পদায়ন করা হয়।
আরও পড়ুন: বিএনপি চোখ থাকতেও অন্ধ, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তাঁরা চিকিৎসা নিক: প্রধানমন্ত্রী
চলতি সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। তফশিল ঘোষণার পরেই শুরু হবে নির্বাচনকালীন সরকার। এরমধ্যে প্রশাসনে এ পদোন্নতি দেওয়া হলো।