প্লেটে উঠবে পদ্মার ইলিশ, খুশিতে আত্মহারা কলকাতার মানুষ 

ইলিশ মাছ
ইলিশ মাছ   © সংগৃহীত

এ বছর দেশের বাজারে ইলিশ মাছের যে চড়া দাম তাতে বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের খাবারের প্লেটে ইলিশ না উঠলেও ঠিকই পশ্চিম বঙ্গের মানুষ পাবে বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ। আসন্ন দুর্গা পূজার আগেই সেই ইলিশের স্বাদে মজবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ। আর এতেই খুশিতে আত্মহারা তারা। 

পূজার আগেই বাংলাদেশ সরকার প্রায় ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ ভারতে আমদানি করবে। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) এই অনুমোদন দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।   

আরও পড়ুন: দুর্গাপূজায় ভারতে যাচ্ছে প্রায় ৪ হাজার টন ইলিশ

এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া বয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের ভোজনপ্রেমী মানুষ ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে। এ বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন, বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম লটের বাংলাদেশি ইলিশ কলকাতায় ঢুকবে। আগামী শুক্রবার থেকেই পশ্চিম বঙ্গের সাধারণ মানুষের রান্না ঘরে চলে যাবে পদ্মার এই সুস্বাদু ইলিশ।

জানা গেছে, ২১ থেকে ২৫টি কনসাইনমেন্টে পশ্চিমবঙ্গের প্রায় ৭০ জন আমদানিকারকের হাত ধরে বাংলাদেশের ইলিশ যাচ্ছে ভারতে। এ বিষয়ে চুক্তি সংক্রান্ত যে জটিলতা ছিল সেটিও কেটে গেছে। 


সর্বশেষ সংবাদ