ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচী

  © ফাইল ছবি

সরকার পদত্যাগ ও তত্ত্ববধায়ক সরকারের দাবিতে এক দফা আন্দোলন নিয়ে আজ শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচী পালন করবে বিএনপি। গতকাল শুক্রবার (২৮ জুলাই) রাজধানীতে মহাসমাবেশের পর রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশমুখগুলোতে এই কর্মসূচি পালন করবে দলটি। গণমাধ্যমে দলটির পাঠানো একটি বিবৃতি থেকে জানা যায়, ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। 

রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গাবতলীর এস এ খালেক বাস স্টেশনের সামনে অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকটি দল।

এদিকে পুরান ঢাকার নয়া বাজারে বিএনপি অফিস সামনে অবস্থান করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 
এছড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার থেকে নেমে চট্টগ্রাম মহাসড়কে দনিয়া কলেজ সংলগ্ন এলাকায় অবস্থান করবেন ।

উল্লেখ্য, ডিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ঢাকার সব প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো এই কর্মসূচি পালনের জন্য ডিএমপির অনুমতি নেয়নি। তবে আওয়ামী লীগ তাদের অবস্থান কর্মসূচী থেকে সরে এসেছে।


সর্বশেষ সংবাদ