জুনে ৪৭৫ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১৩: যাত্রী কল্যাণ সমিতি

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা  © ফাইল ছবি

বিদায়ী জুন দেশে মাসে ৪৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫১৩ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছেন। একই সমযে রেলপথে ৪১টি দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন।

সোমবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন যাত্রী কল্যাণ সমিতি এসব তথ্য জানায়।

একই সাথে জানানো হয়েছে, নৌ-পথে ১৭টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়, আহত হন ৩৫ জন এবং ২ জন নিখোঁজ হয়েছেন।

সংগঠনটি জানিয়েছে, বিগত জুন মাসে সড়ক, রেল ও নৌ পথে মোট ৫৩৩টি দুর্ঘটনায় ৫৬৮ জনের প্রাণহানি হয়। আহত হয়েছেন ৮৬৭ জন।

এর মধ্যে ১৬০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৬৮ শতাংশ। নিহতের সংখ্যার ৩৭ দশমিক ০৫ শতাংশ ও মোট আহতের ২৪ দশমিক ৬৩ শতাংশ।

সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে ১২৩টি এবং সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে ২২টি।

যাত্রী কল্যাণ সমিতি দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌ দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে বলে জানিয়েছে একই বিজ্ঞপ্তিতে।


সর্বশেষ সংবাদ