নেত্রকোনায় দশ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন  © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে দশ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ‘আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিংঅ্যান্ড মেইনটেন্যান্স’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো: রাজিব হোসেন।

সোমবার (১২ জুন) সকাল ১০ টায় উপজেলার সায়মা শাহজাহান একাডেমিতে এ আই সফট এর উদ্যোগে এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন বলেন, মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন ডিজিটাল  বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করবেন। আর এই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। কারণ স্মার্ট শিক্ষক ছাড়া স্মার্ট জাতি গড়া সম্ভব নয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক এবং এ আই সফট এর তিন জন প্রতিনিধি।

কেন্দুয়া উপজেলা সহকারী প্রোগ্রামার মো. আজিজুল হক জানান, কেন্দুয়া উপজেলায় কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় মোট ১৯টি প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। প্রতি প্রতিষ্ঠান থেকে  ৪ জন করে মোট ৭৬ জন শিক্ষক চার ধাপে ১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশ গ্রহন করবেন। সোমবার (১২ জুন) ১ম ধাপের উদ্ভোধনী দিনে ২০ জন শিক্ষক অংশ গ্রহন করেন। 


সর্বশেষ সংবাদ