প্রকাশিত সংবাদে ঢাবি উপাচার্যের বক্তব্যের সংশোধনী

প্রকাশিত সংবাদের সংশোধনী
প্রকাশিত সংবাদের সংশোধনী  © টিডিসি ফটো

'মার্কিন নতুন ভিসা নীতি: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক' শীর্ষক সেমিনারের সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বরাত দিয়ে যে বক্তব্য প্রদান করা হয়েছে, তা অসাবধনতাবশত ভুলভাবে প্রেরন করেছিল 'ইআরডিএফবি'। এ জন্য তারা দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

শনিবার (৩ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে 'ইআরডিএফবি' জানিয়েছে, বিভিন্ন পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই ভিসানীতি দেওয়া হয়েছে এই ধরনের কোনো বক্তব্য তিনি প্রদান করেননি। তুরস্কের নির্বাচন বা বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও তিনি কোনো বক্তব্য প্রদান করেননি। প্রকৃতপক্ষে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বক্তব্যের কোন অংশই উপাচার্য প্রদান করেন নি।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁর বক্তব্যে বলেছেন, “নতুন ভিসানীতি গণতান্ত্রিক মূল্যবোধ ও উন্নয়নের ধারায় আঘাত হানে কি না, সেই বিষয়গুলো বিশ্লেষণ করে আমাদের করণীয় নির্ধারণ করতে হবে।”


সর্বশেষ সংবাদ