বজ্রপাতে শিক্ষার্থীসহ ৬ জনের মৃত্যু

বজ্রপাত
বজ্রপাত  © ফাইল ফটো

সুনামগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে।  নিহতদের মধ্যে ৫ জন কৃষক ও একজন শিক্ষার্থী। 

রোববার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারা বাজার ও ছাতকে এই ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিশ্চিত করেছেন।

এদের মধ্যে সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি উপজেলার বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 

নিহত শিক্ষার্থী রমজান মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের হাছন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজকে সকালেও গোলাঘাট হাওরে ধান কাটতে যায় । কিন্তু আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আজকে সকালে প্রচণ্ড বৃষ্টি, ঝোড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়। ফলে কৃষকরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে পরিবারের অন্যদের সঙ্গে যাওয়া রমজান মিয়া নিহত হন ও মোকিদ মিয়া (২৫) নামে একজন গুরুতর আহত হন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ