ঢাকাসহ তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

বৃষ্টি
বৃষ্টি  © সংগৃহীত

আগামী ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের তিন বিভাগে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আজ শনিবারও ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে আপাতত রাতের তাপমাত্রা কমতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।

পূর্বাভাসে আরও বলা হয়, রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: এইচএসসি পাসে পুলিশ হেডকোয়ার্টার্সে চাকরি।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৬ ডিগ্রি থেকে কমে হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য সামান্য পরিবর্তন হতে পারে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে, ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নিকলিতে ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার রাতে রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।


সর্বশেষ সংবাদ