প্রতিদিন নারী নির্যাতনের প্রতিকার চেয়ে ৪০০ ফোন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ১০:০৯ AM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩, ১০:০৯ AM
জাতীয় জরুরি সেবায় (৯৯৯) প্রতিদিন প্রতিদিন নারী নির্যাতনের প্রতিকার চাইতে ফোন আসে ৪শ’টির বেশি। এরমধ্যে অধিকাংশই স্বামীর হাতে নির্যাতনের সংখ্যাই বেশি। জাতীয় জরুরি সেবার তথ্যমতে, এরমধ্যে বিদায়ী বছরে ১,০২৮টি ধর্ষণ থেকে বাঁচতে, ৫৫৬টি যৌন নির্যাতনের ঘটনায় ফোন কল এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, একটি এসওএস বাটন অ্যাপস ৯৯৯-এ চালু হতে যাচ্ছে ধর্ষণ ও নির্যাতনের শিকার প্রতিবন্ধী বা বাকপ্রতিবন্ধীদের জন্য। তারা আশাবাদ জানান, এটি চালু হলে বাকপ্রতিবন্ধীদের নিরাপত্তা বাড়বে। সংয়ক্রিয়ভাবে ৫ সেকেন্ডের ভিডিও ধারণ হবে অ্যাপসটির মাধ্যমে এবং ভিডিওটি ৯৯৯-এর কাছে চলে আসবে।
জাতীয় জরুরি সেবার তথ্য বলছে, তারা ধর্ষণ সংক্রান্ত ফোন কল পেয়েছেন ১০২৮টি, ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৫৩০টি, যৌন নির্যাতনের কল পেয়েছেন ২,৫৫৬টি, নারী নির্যাতনের কল পেয়েছেন ১৭ হাজার ৫৭৮টি, মোট নির্যাতনের কল পেয়েছেন ২১ হাজার ৭১২টি বিদায়ী বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত।
সংস্থাটি বলছে, শুধু ধর্ষণ থেকে বাঁচতে গত ৫ বছরে ফোন কল এসেছে ২ হাজার ৯৮৪টি। এর মধ্যে সবচেয়ে অবাক করা ঘটনা ছিল৭ বছর বয়সী মেয়েকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষক ধর্ষণ করেছে এমন একটি কল। চট্টগ্রামের ইপিজেড থানাধীন কাজীর গলি থেকে কলটি করেন একজন বাবা। তিনি জাতীয় জরুরি সেবায় ফোন করেন গত ২৪শে আগস্ট রাত সাড়ে ৯টায়। তিনি আরও জানান, ওই প্রতিষ্ঠানেই অবস্থান করছে ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষক।
সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় জরুরি সেবা এখন মানুষের ভরসা হয়ে উঠায় পারিবারিক নির্যাতন, ধর্ষণ, বাল্যবিবাহ, সাইবার অপরাধ, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনাসহ যেকোনো বিপদে মানুষ সাহায্য চেয়ে কল দিচ্ছে ৯৯৯। জাতীয় জরুরি সেবার তথ্য বলছে, জাতীয় জরুরি সেবায় সারা দেশ থেকে ৪ কোটি ৩২ লাখ ৪ হাজার ৮৩টি কল এসেছে ২০১৭ সালের ১২ই ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত।
সংস্থাটির তথ্য বলছে, প্রথমদিকে অযাচিত কলের সংখ্যা অনেক বেশি থাকলেও এখন কিছুটা কমেছে। এই বিষয়ে সবার সচেতনতা দরকার। তবে একই নম্বর থেকে একাধিকবার ফোন আসলে তাদের কিছুদিনের জন্য ব্লক করে রাখা হয়। অবশ্য তার আগে তাদেরকে মেসেজ দিয়ে সতর্ক করা হয়। এই ধরনের অপরাধে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা এবং ৬ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে বলেও জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।