জন্মদিনে অতিরিক্ত মদ্যপানে প্রাণ গেল দুই কিশোরের

যশোর জেনারেল হাসপাতাল
যশোর জেনারেল হাসপাতাল  © সংগৃহীত

যশোরের কেশবপুরে জন্মদিনের অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপানে ২ কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন একজন।

রোববার (৩০ অক্টোবর) উপজেলার সুফলাকাঠি ইউনিয়নে কালীচরণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীচরণপুর গ্রামের রণজিত বাইনের একমাত্র কিশোর ছেলে ইন্দ্রজিৎ (১৭) ও মিহির বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (১৭)। আতহ কিশোরের নাম কৃষ্ণ (১৭)।

আরও পড়ুন: স্কুলে ঢুকে প্রশ্নপত্র চুরি করতে গিয়ে আটক স্কুলছাত্রী।

উপজেলার সুফলাকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর হোসেন জানান, কালীচরণপুর গ্রামের রণজিত বাইনের একমাত্র কিশোর ছেলে ইন্দ্রজিৎ এর জন্মদিন ছিল। দুই বন্ধুসহ রোববার সারারাত তারা মদ্যপান করে। সোমবার সন্ধ্যায়ও তারা ঘুম থেকে না ওঠায় বাড়ির লোক ইন্দ্রজিৎ এর ঘর থেকে তার ও মিহির বিশ্বাসের ছেলে রনি বিশ্বাসের (১৭) লাশ উদ্ধার করে। গুরুতর অবস্থায় কৃষ্ণকে (১৭) যশোর হাসপাতালে নেওয়া হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, জন্মদিনের উৎসব পালন করতে গিয়ে ইন্দ্রজিৎ বাইন অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ