ছোট ভাইয়ের জন্মদিন, অতিরিক্ত মদ্যপানে বড় ভাইয়ের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৪:১৬ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২০, ০৪:১৬ PM
ছোটো ভাইয়ের জন্মদিন উদযাপন করার সময় অতিরিক্ত মদ্যপান করে বড়ভাই মেহেদি হাসানের (২১) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই জাহিদ হাসান হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
সাভারের আশুলিয়ায় আউকপাড়ার এ ঘটনা ঘটে। নিহত মেহেদী ও চিকিৎসাধীন জাহিদ হাসান সম্পর্কে আপন ভাই । তারা আশুলিয়া থানার আউকপাড়া এলাকার আহমদ আলীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মেহেদির মৃত্যু হয়। বুধবার (২৯ জানুয়ারি) রাতে নিজ বাড়িতে জন্মদিন উদযাপন করার সময় তারা অতিরিক্ত মদ্যপান করেন।
নিহতের স্বজনের কাছে জানা গেছে, বুধবার মেহেদির ছোটো ভাই জাহিদের জন্মদিন ছিল। সেদিন রাতে জন্মদিনের পার্টি উদযাপন করার সময় অতিরিক্ত মদ্যপান করে তারা দুই ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদের চিকিৎসার জন্য দ্রুত এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সাভার এনাম মেডিক্যালের দায়িত্বরত চিকিৎসক রেজাউল হক বলেন, গত ২৯ তারিখ মেহেদি ও জাহিদকে আমাদের হাসপাতালে ভর্তি হয়। প্রথমিকভাবে তাদের স্বজনের কাছে জানতে পারি তারা দুইজনই মদ্যপান করেছেন।অতিরিক্ত মদ্যপানের কারণে এলকোহল বিষক্রিয়ায় মেহেদির মৃত্যু হয়েছে। এছাড়া জাহিদ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিউতে) চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সাভার থানার দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) লোকমান বলেন, এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি বা এনাম মেডিক্যাল থেকেও আমাদের কিছু জানানো হয়নি। অভিযোগ এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।