শুক্রবার আসলেই মসজিদ পরিষ্কার করেন শিক্ষার্থীরা, নেন না পারিশ্রমিক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৯ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৯ PM
শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কারো হাতে ঝাড়ু, কারো বালতি, কেউ মগ দিয়ে পরিষ্কার করছেন ফ্লোর, আবার কেউ দিচ্ছেন পাইপ দিয়ে পানি। সবাই যেন ব্যস্ত। বয়সে তারা তরুণ। এ পর্যন্ত ৩৪টি মসজিদ পরিষ্কার করেছেন কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই একদল শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এমন দৃশ্য দেখা গেল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ পশ্চিম-পাড়া জামে মসজিদে। সেখানে মসজিদ পরিষ্কার করেছে তারা। ২০২১ সাল থেকে এ কাজ করছেন তারা।
জানা যায়, স্থানীয় চাঁপাচৌ গ্রামের বাসিন্দা জাহেদ ভূঁইয়া সুজন সর্বপ্রথম এ কাজের উদ্যোগ নেন। পরে একটি সংগঠন খোলা হয়। সংগঠনের ব্যানারে বর্তমানে এ কাজ করেন স্বেচ্ছাসেবকরা। নামও দেওয়া হয়েছে চাঁপাচৌ ইসলামিক সাংস্কৃতিক পরিষদ স্বেচ্ছাসেবক গোষ্ঠী।
আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
জাহেদ ভূঁইয়া সুজন বলেন, আমরা সওয়াবের জন্যে এ কাজ করি। এজন্য কোনো পারিশ্রমিক নেই না। বরং নিজের পকেটের টাকা খরচ হয়।
হাফেজ মো. সাকিব হোসেন হৃদয় বলেন, শুক্রবার আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এ দিনই আমরা কাজটি করি। এখন পর্যন্ত আমরা ৩৪টি মসজিদ পরিষ্কার করেছি।
সাকিব বলেন, আমরা সেই উদ্দেশ্য নিয়েই কাজ করছি। দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের নেই। আখেরাতের উদ্দেশ্যে এ কাজ করছি আমরা।
স্বেচ্ছাসেবক দলটির অন্য সদস্যরা হলেন- রবিউল আউয়াল শুভ, আলাউদ্দিন, বাপ্পি, নাঈম, হৃদয়, শাওন কাওসার ও পিয়াস।