ভর্তি পরীক্ষায় ৪৬তম, এমবিবিএস ফাইনাল প্রফে পেলেন সেরার মুকুট

ডা. কাজী মো. সায়মুল রেজার
ডা. কাজী মো. সায়মুল রেজার  © সংগৃহীত

২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় ৪৬তম হয়েছিলেন। ভর্তি পরীক্ষায় সেরা হতে না পারলেও কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের মাধ্য এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষায় সেই আক্ষেপ মিটিয়েছেন।

বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২০২১ সালের ফাইনাল প্রফ পরীক্ষায় প্রথম হওয়া ডা. কাজী মো. সায়মুল রেজার কথা।

নিজের এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, এমন অর্জনে আমি সম্মানিত বোধ করছি। আমার এমন অর্জনে সবাই অনেক খুশি। তাদের খুশিতে আমিও আনন্দিত।

নিজের সফলতার গল্প বলতে গিয়ে ডা. সায়মুল রেজা আরও বলেন, আমি কখনও ওয়ার্ড মিস দিতাম না। ক্লাস, লেকচার হারালেও চেষ্টা করতাম প্রত্যেক ওয়ার্ডে যাওয়ার। ওয়ার্ডের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতাম। ওয়ার্ডে স্যার, ম্যাডামদের কথাগুলো শুনলে ও সরাসরি রোগী দেখলে অনেক কিছুই সহজ হয়ে যায়। এটি আমার ভালো ফলাফলের পেছনে অন্যতম নেয়ামক ছিল।


সর্বশেষ সংবাদ