মেডিকেলের চতুর্থ মাইগ্রেশন নিয়ে যা জানা গেল

মেডিকেল শিক্ষার্থী
মেডিকেল শিক্ষার্থী  © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেলে ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে তৃতীয় দফার মাইগ্রেশন চলমান রয়েছে। আগামী ১০ অক্টোবর মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হবে।

তৃতীয় মাইগ্রেশন শেষ হলে কি চতুর্থ মাইগ্রেশন হবে? আসন ফাঁকা থাকলে সেই আসনে কারা ভর্তি হবে— এমন প্রশ্ন অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের। ভর্তিচ্ছুদের মনে জাগ্রত হওয়া এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে দ্যা ডেইলি ক্যাম্পাস।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, তৃতীয় দফার মাইগ্রেেশন শেষে সচরাচর আসন ফাঁকা থাকে না। ৬০ আসনের বিপরীতে মাইগ্রেশন হলেও ভর্তির জন্য ৭৫ জনকে মনোনীত করা হয়েছে। ফলে কোনো আসন ফাঁকা থাকবে না। ফলে তৃতীয় মাইগ্রেশনের পর আর কোনো মাইগ্রেশনের প্রয়োজন হবে না। 

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় মাইগ্রেশনের পর মেডিকেলে আর কোনো মাইগ্রেশন হয় না। আমরা আমাদের সব কার্যক্রম গুছিয়ে নিয়েছি। চতুর্থ মাইগ্রেশন হবে না।

প্রসঙ্গত,  গত ১ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ।


সর্বশেষ সংবাদ