মাদ্রাসার মূলভবনে নাম-ঠিকানার সাইনবোর্ড রাখার নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ মে ২০২২, ০২:০৫ PM , আপডেট: ১৮ মে ২০২২, ০২:০৫ PM
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব মাদ্রাসার মূলভবনে নাম-ঠিকানা লেখা বাংলা সাইবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রাস্তার পাশে কিংবা দৃশ্য স্থানে দিক-নির্দেশক চিহ্নসহ সাইনবোর্ড স্থাপন করতে বলা হয়েছে।
সোমাবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘দেশের বিভিন্ন স্থানে স্থাপিত অধিকাংশ মাদ্রাসার মূলভবনে মাদ্রাসার নাম ঠিকানা সম্বলিত কোন সাইনবাের্ড স্থাপন করা হয় না। তাছাড়া বড় রাস্তার পাশে কিংবা দৃশ্যমান স্থানে দিক-নির্দেশক চিহ্নসহ মাদ্রাসার নাম ঠিকানা সম্বলিত সাইনবাের্ড ও স্থাপন করা হয় না। ফলে পরিদর্শনকালে কিংবা দাপ্তরিক প্রয়ােজনে মাদ্রাসার সঠিক অবস্থান (Location) চিহ্নিত করা কষ্টসাধ্য হয়ে পড়ে।’’
আরও পড়ুন: বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রীকে হত্যা, চারজনের যাবজ্জীবন
এতে বলাহেয়েছে, ‘‘প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের দিক-নির্দেশক বা সাইনবাের্ড দৃশ্যমান স্থানে থাকলেও অধিকাংশ মাদ্রাসার ক্ষেত্রে তা দেখা যায় না। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঠিকানা সম্বলিত সাইনবাের্ড স্থাপনের বিষয়ে সরকারি নির্দেশনাও রয়েছে। উপরন্তু দৃশ্যমান স্থানে সাইনবাের্ড স্থাপন করা হলে মাদ্রাসার প্রচার ও পরিচিতির জন্য সহায়ক হয়।’’
নির্দেশনায় আরও বলা হয়, ‘‘দেশের সকল কামিল/ফাজিল/আলিম/দাখিল/এবতেদায়ী মাদ্রাসার মূলভবন ও প্রবেশপথে নাম ঠিকানা সম্বলিত সাইনবাের্ড এবং বড় রাস্তার পাশে কিংবা দৃশ্যমান স্থানে দিক-নির্দেশক চিহ্নসহ মাদ্রাসার নাম ঠিকানা সম্বলিত সাইনবাের্ড (বাংলায়) স্থাপনের জন্য অনুরােধ করা হলাে।’’