ছাত্র বিক্ষোভ হাটহাজারী মাদ্রাসায়

ছাত্র বিক্ষোভ হাটহাজারী মাদ্রাসায়
ছাত্র বিক্ষোভ হাটহাজারী মাদ্রাসায়  © সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সিনিয়র নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামের ছেলে হারুন ইজহারের গ্রেফতারের সংবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা।

পরে রাত ১০টার পর হারুন ইজহার মাদ্রাসায় আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফটিকছড়ির নাজিরহাট মাদ্রাসা নিয়ে গোপন বৈঠক করার সময় সোমবার সন্ধ্যায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নাজিরহাটের একটি বাসা থেকে হারুন ইজহারসহ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়। ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, হারুন ইজহারকে আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে হাটহাজারী মাদ্রাসার কয়েক’শ ছাত্র বিক্ষোভ করে। তবে তাদের গ্রেফতার করা হয়নি খবর পেয়ে পরিবেশ কিছুটা শান্ত হয়।

পরে রাত ১০টার দিকে একটি গাড়িতে করে হাটহাজারী মাদ্রাসায় এসে প্রবেশ করেন মুফতি হারুন ইজহার এবং হেফাজত নেতা মীর ইদরিছ।

এসময় তারা ছাত্রদের শান্ত হওয়ার আহ্বান জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাটহাজারী মাদ্রাসা মাঠে দেয়া বক্তৃতায় হারুন ইজহার হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ধন্যবাদ জানান।


সর্বশেষ সংবাদ