গুগল ট্রান্সলেটর ক্যামেরা মুড
এবার ছবি তুলেই করা যাবে বাংলা অনুবাদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ অক্টোবর ২০১৮, ০৪:১৬ PM , আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৪:১৬ PM
অনলাইন অনুবাদ সুবিধার জন্য গুগল ট্রান্সলেটর অ্যাপ্লিকেশন বিশ্বব্যাপী ভীষণ জনপ্রিয়। গুগল ট্রান্সলেটরে লিখে অনুবাদের পাশাপাশি রয়েছে ক্যামেরা মুড। এই মাধ্যমে এতদিন অন্যান্য ভাষায় অনুবাদ করা গেলেও এবার নতুন হালনাগাদে যুক্ত হয়েছে বাংলা ভাষা। এর পাশাপাশি আরবি, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, মালয়ালাম, মারাঠি, নেপালি, তামিল, তেলেগু ও ভিয়েতনামি ভাষাও যুক্ত করা হয়েছে গুগল ট্রান্সলেটরের ক্যামেরা মুডে।
এই সুবিধা পেতে আইওএস চালিত ডিভাইস বা অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস থেকে গুগল ট্রান্সলেট অ্যাপের ক্যামেরা মুডে যেতে হবে। আগ্রহী যে ভাষায় অনুবাদ করতে চান তা নির্বাচন করতে হবে। এরপর ট্রান্সলেট অ্যাপের টেক্সট বক্সের নিচে ক্যামেরা আইকন দিয়ে টেক্সটের ছবি তুলতে হবে। গুগলের মেশিন লার্নিং অ্যালগরিদম ওই টেক্সটি বিশ্লেষণ করবে। যে টেক্সটি অনুবাদ করতে হবে, তা আঙুল দিয়ে টেনে নির্বাচন করে দিলেই অনুবাদ হয়ে যাবে।
গুগল তাদের আইওএস প্ল্যাটফর্মে ট্রান্সলেট অ্যাপটিতে রিজিওনাল স্পিস ইনপুট ও ইংরেজি, বাংলা, ফ্রেঞ্চ ও স্প্যানিশ আউটপুট সমর্থন হালনাগাদ করার ঘোষণা দেওয়ার পর অ্যান্ড্রয়েডেও একই সুবিধা এল।
এছাড়া গুগল সম্প্রতি অফলাইনেও কিছু ভাষার অনুবাদ সুবিধা দিয়েছে। এতে ইন্টারনেট না থাকলেও প্রয়োজনে কিছু টেক্সট অনুবাদ করে বোঝা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএসে এ সুবিধা থাকবে বলে প্রযুক্তি–বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে জানানো হয়েছে।