নতুন ধান ব্রি-৮৮ ও ৮৯
- শেকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ অক্টোবর ২০১৮, ০৪:২৫ PM , আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৪:৩৪ PM
ব্রি ধান-৮৮ ও ব্রি ধান-৮৯ নামে নতুন দু’টি ধানের জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবষেণা ইনস্টটিউিট (ব্রি)। বোরো মৌসুমে চাষ উপযোগী এই দু’টি জাতের হেক্টর প্রতি ফলন সাড়ে ৮ থকেে ৯ টন। কোন কোন ক্ষেত্রে তারও বেশি। গতকাল জাতীয় বীজ বোর্ডের সভায় এই জাত দু’টির অনুমোদন দেওয়া হয়। যেখানে সভাপতিত্ব করেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।
সারাদেশেই চাষযোগ্য নতুন এ জাত দু’টির রোগ বালাইয়ের প্রকোপ কম হওয়ায় এটি ফলন বেশি দেয়। বোরো মৌসুমে প্রচলিত ব্রি-২৮ ধানের চেয়ে ব্রি-৮৮ ধান হেক্টর প্রতি আধা টন বশেি ফলন দেয়। আবার আরেকটি জনপ্রিয় ধান ব্রি-২৯ এরচেয়ে নতুন আবিষ্কৃত ব্রি-৮৯ হেক্টর প্রতি ১টন বেশি ফলন দিতে সক্ষম।
এ ব্যাপারে ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বলেন, ক্রমহ্রাসমান কৃষি জমির বিপরীতে জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেজন্য ভবিষ্যতের খাদ্য চাহিদার ভেবেই ব্রি বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ব্রি ধান-৮৮ ও ব্রি ধান-৮৯ আবিষ্কার করতে আমরা সক্ষম হয়েছি। বোরো মৌসুমে অন্য জাতের চেয়ে উদ্ভাবিত জাতের ফলন বেশি বলেণ খুব দ্রুতই বাংলাদেশের ধান চাষে এই দুইটি জাত বিপ্লব বয়ে আনবে বলে আমরা মনে করি।