মাত্র ৫০০ টাকায় ক্যান্সার শনাক্ত

  © ফাইল ফটো

উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হকের নেতৃত্বে একদল গবেষক রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করেছেন। এতে মাত্র ৫০০ টাকায় ক্যান্সার শনাক্ত করা যাবে। ড. ইয়াসমিন হক বিশিষ্ট কথাসাহিত্যিক ও বিজ্ঞানী ড. মুহাম্মদ জাফর ইকবালের স্ত্রী।

আজ বুধবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গবেষক দলের প্রধান অধ্যাপক ড. ইয়াসমিন হক বলেন, এই প্রযুক্তির ফলে পাঁচ মিনিটের মধ্যেই জানা যাবে কোনো ব্যক্তির শরীরে ক্যানসার আছে কিনা। এই প্রক্রিয়ায় স্বল্প খরচে মাত্র ৫০০ টাকার মধ্যেই শনাক্তকরণ সম্ভব হবে। আশা করছি আগামী এক বছরের মধ্যেই দেশের সকল মানুষ এর সুফল ভোগ করতে পারবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ, বিশ্বব্যাংকের প্রতিনিধি মুখলেসুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, এর আগেও বিশ্বে প্রথমবারের মত ক্যান্সার শনাক্তকরণের যন্ত্র আবিষ্কার করে শাবিপ্রবির অধ্যাপক মুহম্মদ জহুরুল আলম সিদ্দিকী।

 


সর্বশেষ সংবাদ