ডামুড্যায় ক্লাস চলাকালীন স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

ক্লাস চলছে
ক্লাস চলছে   © প্রতীকী ছবি

শরীয়তপুরের ডামুড্যার সরকারি আব্দুর রাজ্জাক কলেজে শিক্ষার্থীরা ক্লাস-চলাকালীন স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে প্রয়োজনে শিক্ষার্থীরা বাটন ফোন ব্যবহার করতে পারবেন। 

মঙ্গলবার (৩০ আগস্ট) কলেজের অধ্যক্ষ মো. জহির উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ২৪ আগস্ট তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজে কোন প্রকার স্মার্টফোন বা টার্চ মোবাইল ব্যবহার করা যাবে না। জরুরি প্রয়োজনে বাটন মোবাইল ব্যবহার করা যেতে পারে।’

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘ছাত্র-ছাত্রীরা চাইলে কলেজে বাটন ফোন ব্যবহার করতে পারবে। শিক্ষার্থীরা ফোন নিয়ে শ্রেণিকক্ষের পেছনের সিটে বসে। তারা শ্রেণিকক্ষে মনোযোগী না হয়ে ফোনে ব্যস্ত থাকে। তাই কলেজ টাইমে ফোন ব্যবহার করা যাবে না।’ 

আরও পড়ুন : ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন গুচ্ছ ভর্তিচ্ছুরা

তিনি আরও বলেন, ‘অনেকের পরিবারের অনেকগুলো ফোন কেনার বা ব্যবহার করার সক্ষমতা রয়েছে। আমরা মোবাইল কিনতে বা ব্যবহার করতে পারবে না সেটা বলিনি। আমরা বলেছি শুধু কলেজের ক্লাসের টাইমে কোনো স্মার্টফোন ব্যবহার করা যাবে না।’


সর্বশেষ সংবাদ