এইচএসসির ১৪তম দিনে অনুপস্থিত প্রায় ৪ হাজার শিক্ষার্থী

এইচএসসির ১৪তম দিনে অনুপস্থিত প্রায় ৪ হাজার শিক্ষার্থী
এইচএসসির ১৪তম দিনে অনুপস্থিত প্রায় ৪ হাজার শিক্ষার্থী  © ফাইল ছবি

এইচএসসি পরীক্ষার ১৪তম দিনেও দেশের ৯টি শিক্ষা বোর্ডে প্রায় ৪ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৩৬ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪ জন।

এদিন সকালে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত থাকে ৮৫৭ জন, চট্টগ্রাম বোর্ডে ১৩জন, রাজশাহী বোর্ডে ১৩৫৯ জন, বরিশাল বোর্ডে ৯৯ জন, সিলেট বোর্ডে ৯ জন, দিনাজপুর বোর্ডে ৪৭৮জন, কুমিল্লা বোর্ডে ৫৭ জন, ময়মনসিংহ বোর্ডে ১৬৩জন এবং যশোর বোর্ডে ৯০১ জন।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এছাড়া এদিন বিকেলে হয় আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা। এতে রাজশাহী শিক্ষাবোর্ডে অনুপস্থিত থাকে ৩ জন, বরিশাল বোর্ডে ১ জন।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে প্রাণ গেলো ছাত্রীর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাওয়া তথ্যমতে, এবার দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষা দিচ্ছেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৬৩ হাজার ১১৩ জন। ছাত্রী পাঁচ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।

আরও পড়ুন: এইচএসসির শেষ পরীক্ষা দেয়া হলো না মাহমুদের

আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছেন এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এতে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন। ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম বা ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছেন এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন। এতে ছাত্র এক লাখ চার হাজার ৮২৭ জন। ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।


সর্বশেষ সংবাদ