তেজগাঁও মহিলা কলেজে জমজমাট ‘তারুণ্য মেলা’ 

তারুণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠান
তারুণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠান  © টিডিসি ফটো

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে তেজগাঁও মহিলা কলেজে শুরু হয়েছে দিনব্যাপী তারুণ্য মেলা। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. একিউএম শফিউল আজম। 

মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২টি স্টল প্রদর্শন করা হয়েছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা শীতকালীন হরেক রকম পিঠা-খাবারের পসরা সাজিয়ে বসেছেন। প্রতিটি স্টলের ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে। মেলার স্টল ঘুরে দেখছেন, শিক্ষার্থী ও অভিভাবকেরা। পিঠা-পুলির স্বাদ তারা যেমন নিয়েছেন, তেমনই স্মৃতি ধরে রাখতে তুলেছেন নানা ভঙ্গিমার সেলফি। সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে গোটা মেলা প্রাঙ্গণ।
 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসা. নাজনীন সুলতানা। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপির পরিচালক অধ্যাপক মাহফুজ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিনসহ কলেজের সকল শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. একিউএম শফিউল আজম বলেন, ‘তারুণ্যেরাই আমাদের সব সময় পথ দেখিয়েছে। এবং এই তরুণরা গত জুলাই বিপ্লবে যে শক্তি নিয়ে সামনে পথ দেখিয়েছে আগামীর তরুণরাও সেই শক্তি দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাবে। নিজেদেরকে নতুন ভাবে বদলানোর মাধ্যমে এমন একটি দেশ গড়বে যেখানে কোনো বৈষম্য থাকবে না। এটাই আমার প্রত্যাশা।’

কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসা. নাজনীন সুলতানা বলেন, আমরা মেয়েদের জন্য মেলার আয়োজন করেছি যাতে ওরা উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারে। যেন তাদের চাকরির জন্য বসে থাকতে না হয়; চাকরির জন্য কারো দ্বারে দ্বারে ঘুরতে না হয়—অন্যদের জন্য যেন চাকরির ব্যবস্থা করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি।


সর্বশেষ সংবাদ