২০ বছরেও এমপিওভুক্ত হয়নি চরফ্যাশন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ

প্রতিষ্ঠার প্রায় ২০ বছর পরও এমপিওভুক্ত হয়নি ভোলার চরফ্যাশন উপজেলার টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। ২০০৫ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃতি প্রাপ্ত হলে তিনটি কারিকুলামে দুই বছর মেয়াদি এইচএসসি বিএমটি কোর্স ও দুই বছর মেয়াদি এসএসসি ভোকেশনাল কোর্স এবং ছয় মাস মেয়াদি জাতীয় দক্ষতা মান বেসিক কোর্সে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যায়ন করছে প্রতিষ্ঠানটিতে।

কলেজটির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান। পাশাপাশি এমপিওভুক্তির সকল শর্ত পূরণ করা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিষ্ঠার দীর্ঘ ২০ বছরেও কলেজটি এমপিও ভুক্ত করা হয়নি।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে।

আরও পড়ুন: ঢাবির উপ-উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

এদিকে, বিগত সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষক-কর্মচারীবৃন্দ আশার আলো দেখতে পান এবং বিশ্বাস করেন শিক্ষকদের দীর্ঘদিনের কষ্ট অচিরেই লাঘব হবে। প্রাপ্যতার ভিত্তিতে দ্রুত এই প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার নিকট আবেদন জানান তারা।


সর্বশেষ সংবাদ