যৌন নিপীড়নে অভিযুক্ত কলেজ শিক্ষকের পদত্যাগ দাবি

আন্দোলনরত শিক্ষার্থীরা
আন্দোলনরত শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

যৌন নিপীড়ন, পরীক্ষার খাতায় নম্বর কম দেওয়ার হুমকি দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়াসহ নানা অভিযোগে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুল ইসলামের (মিজান) পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

গভীর রাতে নারী শিক্ষার্থীদের মেসেঞ্জারে যৌনতার প্রস্তাব দেওয়া, মেয়েদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ নানা অভিযোগও রয়েছে সহকারী অধ্যাপক মিজানুল ইসলামে বিরুদ্ধে।

অভিযুক্ত মিজানের পদত্যাগ ও বিচারের দাবিতে বৃহস্পতিবার (২২  আগস্ট ) কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

এ সময় কলেজের সংস্কার, মিজান স্যারের বহিষ্কার;  দফা এক দাবি এক 
মিজান স্যারের পদত্যাগ,বোনের গায়ে কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, কলেজের ক্যান্সার; মিজান স্যার, মিজান স্যার বলে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। 

জানতে চাইলে আন্দোলনরত  শিক্ষার্থীরা বলেন, আমাদের অর্থনীতি বিভাগের মিজান স্যারের বিরুদ্ধে একাধিক মেয়ের (কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন) মেয়েকে শারীরিক স্পর্শ ও মানসিক হেনস্থা এবং শারীরিক নির্যাতনের অভিযোগ দিয়েছি। অনেক শিক্ষার্থীর তথ্য-প্রমান দেয়ার পরও এখন পর্যন্ত কোন লিখিত বিবৃতি দেওয়া হয়নি। অভিযুক্তের বিপক্ষে কোনো বিচার হবে কিনা সেটাও খোলাসা করেনি। এজন্য আমরা কর্মসূচি পালন করছি। যতক্ষণ না আমরা নিশ্চিত হব ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা চাই সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে তাকে। যত দ্রুত সম্ভব আমরা বিচার চাই। আমরা কোন সময় দিতে চাইনা।


সর্বশেষ সংবাদ