সড়কের পাশে পড়ে ছিল কলেজ শিক্ষকের মরদেহ

মেহেরপুর জেনারেল হাসপাতাল
মেহেরপুর জেনারেল হাসপাতাল  © সংগৃহীত

মেহেরপুর শহরের টি অ্যান্ড টির সামনে সড়ক দুর্ঘটনায় মুজিবনগর ডিগ্রি কলেজের প্রভাষক অহিদুল ইসলাম (৫৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, অহিদুল মুজিবনগর ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে। মেহেরপুর শহরের পৌর ঈদগাহ পাড়ায় স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের জন্য বের হয়েছিলেন। পারিবারিক কেনাকাটা করতে বাজারে যাওয়ার কথা ছিল তার। হঠাৎ খোঁজ মেলে তিনি আহত অবস্থায় শহরের টিএনটির সামনের সড়কে রাস্তায় পড়েছিলেন। হাসপাতালে পৌঁছালে তার নিথর দেহ দেখে কান্নার রোল পড়ে স্বজনদের মাঝে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শেষ হলে শহরের টি অ্যান্ড টি’র সামনের সড়কের পাশে তৌহিদুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা উদ্ধার করে মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কোনো ধরনের যানবাহনের ধাক্কায় আহত হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের মাধ্যমে আরও বিস্তারিত জানা যাবে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনি মিয়া জানান, কী ধরনের যানবাহনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছি আমরা। পরিবার চাইলে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ