যুক্তরাজ্যে এমপি পদে টানা চতুর্থ জয় টিউলিপ সিদ্দিকের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক  © ইন্টারনেট

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এমপি পদে টানা চতুর্থ জয় পেয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। লেবার পার্টির পক্ষে হ্যাম্পস্টেড এবং হাইগেট আসন থেকে জয়লাভ করেছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, টিউলিপ ২৩ হাজার ৪৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যা মোট ভোটের ৪৮.৩ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস ৮ হাজার ৪৬২ ভোট পেয়েছেন। এ আসনে সাতজন প্রার্থী ছিলেন। 

২০১৫ সালে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। ২০১৭ ও ২০১৯ সালেও একই আসন থেকে জয়লাভ করেন তিনি। 

আরো পড়ুন: তারকাখ্যাতি ছাড়াই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাওয়া কে এই কিয়ার স্টারমার

টিউলিপ সিদ্দিক ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৫ বছর বয়স থেকে হ্যাম্পস্টেড ও কিলবার্নে বসবাস করছেন তিনি। এ এলাকাতেই কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার।


সর্বশেষ সংবাদ