২৬ ফেব্রুয়ারি পরও প্রথম ডোজ চলবে: স্বাস্থ্যমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:০১ AM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩২ AM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২৬ ফেব্রুয়ারি টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ২৬ ফেব্রুয়ারির পরও প্রথম ডোজের টিকাদান চলবে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মহাখালীর বিসিপিএস ভবনে ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিতব্য একদিনে এক কোটি টিকা কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি এক কোটি মানুষকে প্রথম ডোজ দেয়া হবে। এরপর আমরা টিকার দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ দেয়ার দিকে অগ্রসর হব। তখন হয়তো প্রথম ডোজ নিয়ে কাজ কম হবে। তবে পুরোপুরি স্থগিত হবে না। ২৬ ফেব্রুয়ারির পরও প্রথম ডোজের কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, ২৬ ফেব্রুয়ারি আমরা বিশেষ এই কর্মসূচি হাতে নিয়েছি। প্রয়োজনে আমরা একদিনে দেড় কোটি ডোজ টিকা দেব। এর আগেও আমরা একডিনে ৮০ লাখের বেশি মানুষকে টিকা দিয়েছি৷ আমাদের সক্ষমতা আছে। আমাদের কাছে এখনও ১০ কোটি ডোজ টিকা আছে।
জাহিদ মালেক আরও বলেন, টিকা প্রয়োগে আমরা রাশিয়া-তুরস্ককে ছাড়িয়ে গিয়েছি। আন্তর্জাতিক সংস্থা ব্লুমবার্গ আমাদের প্রশংসা করে জানিয়েছে টিকাদান কর্মসূচিতে বিশ্বের ২০০টি দেশের মধ্যে বাংলাদেশ দশম অবস্থানে উঠে এসেছে।