এটাই আমার শেষ সকাল— স্ট্যাটাস দেওয়ার পরদিন করোনায় চিকিৎসকের মৃত্যু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:৩৭ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২১, ১২:৩৭ PM
‘এটাই আমার শেষ সকাল। হয়ত এই প্ল্যাটফর্মে আপনাদের সঙ্গে আর সাক্ষাৎ হবে না।’ মৃত্যুর আগে ফেসবুকের এক স্ট্যাটাসে এটাই ছিল তাঁর শেষ লেখা। সোমবার (১৯ এপ্রিল) কোভিড-১৯ এ আক্রান্ত ভারতের মুম্বাইয়ের মেডিকেল অফিসার চিকিৎসক মনীষা যাদবের মৃত্যু হয়।
মনীষা মুম্বাইয়ের সেওরির টিবি হাসপাতালের মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। একাধারে চিকিৎসা এবং প্রশাসনিক দুটো বিষয়ই খুব ভাল ভাবে সামলানোর জন্য বেশ খ্যাতি ছিল তাঁর। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন মনীষা। চিকিৎসাও চলছিল।
তবে বুঝতে পেরেছিলেন তাঁর হাতে আর বেশি সময় নেই। সেটা অনুভব করেই ফেসবুকে নিজের শেষ কথাগুলো রবিবার (১৮ এপ্রিল) লিখে ফেলেছিলেন মনীষা। সেখানে তিনি লেখেন, ‘এটাই হয়ত শেষ সুপ্রভাত। আমাকে হয়ত এই প্ল্যাটফর্মে আর দেখতে পাবেন না। সকলে আপনারা ভাল থাকুন।’
এর পরই তিনি লেখেন, ‘দেহের মৃত্যু হয়। আত্মার নয়। আত্মা অমর’। এরপরই সোমবার এই মেডিকেল অফিসারের মৃত্যু হয়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা