প্রক্সি ভোট নিয়ে যা জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

প্রবাসীদের ভোট প্রদান পদ্ধতি নিয়ে ব্রিফ করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ
প্রবাসীদের ভোট প্রদান পদ্ধতি নিয়ে ব্রিফ করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ  © টিডিসি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘প্রবাসী ভোটারদের আমরা সম্পৃক্ত করতে চাই। প্রক্সি ভোটের বাইরে আমাদের অপশন লিমিটেড৷ বাকি সব পদ্ধতিতে যে পরিমাণ ট্রায়ালে যেতে হবে, তাতে এটা সম্ভব নয়।’

আজ বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে প্রবাসীদের ভোট প্রদান পদ্ধতি নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ‘আমাদের অবস্থান ইলেকশন কমিশনের পক্ষ থেকে এখনো অপরিবর্তিত৷ ইলেকশন কমিশনের যে কনসেপ্ট, এখন পর্যন্ত প্রক্সি ভোট আমাদের হাতে একমাত্র অপশন, যেটার মাধ্যমে আমরা বড় পরিসরে করতে পারব।’

তিনি বলেন, ‘প্রক্সি ভোটের পক্ষেও মতামত এসেছে, বিপক্ষেও মতামত এসেছে। কোন একটি প্রতিষ্ঠান প্রক্সি ভোট পদ্ধতিকে নাম্বার ওয়ান হিসেবে সাজেস্ট করেছে। প্রক্সিভোটের বিরোধিতা হয়েছে ব্যাপারটি ঠিক নয়, তবে প্রক্সি ভোটের দুর্বলতা অনেকে তুলে ধরেছেন। শুধু প্রক্সি ভোট পদ্ধতি নয়, অন্যান্য পদ্ধতি গুলোর দুর্বলতাও তুলে ধরেছেন, একইভাবে সফলতাও তুলে ধরেছেন।’

আরও পড়ুন: আবু সাঈদ হত্যা: ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে

সানাউল্লাহ আরও বলেন, ‘মজার ব্যাপার হলো তিনটা যে বড় প্রতিষ্ঠান গতকাল কর্মশালায় উপস্থিত ছিল, তারা তিন ধরনের ভোট পদ্ধতির ব্যাপারে মতামত দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক ভালো ছিল, যার কারণে তাদের পক্ষ থেকে আমাদের জন্য অপশন ডেভেলপ করা সহজ হবে।’

তিনি বলেন, ‘কোন অপশনকে আমরা সিঙ্গেল আউট করছি না, আমরা তিনটি পদ্ধতিকে গুরুত্ব দিয়ে দেখছি। গতকালকে যে ওয়ার্কশপটি হয়েছে সেটি থেকে আমাদের অন্যতম ফাইন্ডিং হলো, বাংলাদেশের জন্য বোধহয় যেকোনো একটি অপশন উপযুক্ত হবে না। সেজন্য আমাদেরকে সম্মিলিত অপশনে যেতে হবে।’


সর্বশেষ সংবাদ