ফেরত নেওয়ার যোগ্য এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা সনাক্ত করলো মিয়ানমার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:১৮ PM

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে চিহ্নিত করার কাজ শেষ করেছে মিয়ানমার। এটি রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম তালিকা। ২০১৮-২০ সালের মধ্যে এসব রোহিঙ্গার ছয় ধাপে তালিকা হস্তান্তর করেছিল বাংলাদেশ। প্রথম ধাপে এদেরকে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। এছাড়া আর ৭০ হাজার রোহিঙ্গার ছবি ও পরিচয় যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।
আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইড লাইনে এক বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শ্য এই সম্মতির কথা জানান। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, এটিই এ ধরনের প্রথম নিশ্চিত তালিকা, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের পথে একটি বড় পদক্ষেপ।
মূল তালিকায় থাকা বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার যাচাই-বাছাই দ্রুত করা হবে বলেও নিশ্চিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ।
সাক্ষাৎকালে হাই রিপ্রেজেনটেটিভ মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশ দুর্যোগপীড়িত জনগণের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে।