শিপনের পরিবারকে আইনী সহায়তার দেবে জাবির আইনজীবীরা

শিপন হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন
শিপন হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন  © ফাইল ফটো

মাইন্ড এইড হাসপাতালের কর্মীদের হাতে নির্মমভাবে নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাবেক শিক্ষার্থী ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লইয়ারস অ্যাসোসিয়েশন (জুলা)।

সংগঠনের সভাপতি এডভোকেট ফজলুল হক মাতুব্বর এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এক বিবৃতিতে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এ হত্যাকান্ডে সুষ্ঠু বিচার নিশ্চিতে শোকাহত পরিবারের পক্ষে বিনামূল্যে সব ধরনের আইনী সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে আইনজীবী প্যানেল করে এই আইনী সহায়তা দেওয়া হবে। এ বিষয়ে যে কোনো প্রয়োজনে যোগাযোগের জন্য তারা অনুরোধ জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ