মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ  © সংগৃহীত

কলম্বিয়াকে হারিয়ে চলতি বছরের আন্তর্জাতিক মিশন শুরু করেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এবার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। আগামী বুধবার (২৬ মার্চ) আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। এস্তাডিও মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের চিরচেনা ছন্দে নেই ভিনি-রদ্রিগোরা। বিশ্বকাপ বাছাইপর্বেও স্মরণকালের সবচেয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দরিভাল জুনিয়রের দল। গেল বছরে ৪ ম্যাচ হেরে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখেও পড়েছিল রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এরপর চিলি এবং পেরুকে হারিয়ে ছন্দে ফেরে ব্রাজিল। বছরের শেষদিকে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে ড্রয়ে আন্তর্জাতিক মিশন শেষ করেছিল ব্রাজিল। টানা দুই ড্রয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলেও অবনতি হয় তাদের।

অন্যদিকে স্বস্তিতে নেই আর্জেন্টিনা শিবিরেও। ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক লিওনেল মেসিসহ একাধিক ফুটবলার। নানান সমস্যার অজুহাত এড়িয়েই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর ব্রাজিলের সঙ্গে হার এড়াতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হবে মেসিদের।

অন্যদিকে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে প্রায়শই সমর্থকদের বিড়ম্বনায় পড়তে হয়। এবারো ব্যতিক্রম হচ্ছে না। বাংলাদেশের কোনো টিভি চ্যানেল এই খেলা সরাসরি সম্প্রচার করবে না। তবে লাল-সবুজের সমর্থকদের জন্য আছে সুখবর। Sportzfy অ্যাপে এই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। এ ছাড়াও টফি ও ইয়াসিন টিভি অ্যাপেও এই ম্যাচ দেখা যাবে।


সর্বশেষ সংবাদ