নরওয়েতে শিক্ষাবৃত্তির সুযোগ চুয়েট শিক্ষার্থীদের, আবেদনের শেষ ১৬ এপ্রিল 

নরওয়েতে শিক্ষাবৃত্তির সুযোগ পাচ্ছেন চুয়েট শিক্ষার্থীরা
নরওয়েতে শিক্ষাবৃত্তির সুযোগ পাচ্ছেন চুয়েট শিক্ষার্থীরা  © সম্পাদিত

নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে শিক্ষাবৃত্তির সুযোগ পাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। আবেদনের শেষ সময় আগামী ১৬ এপ্রিল। চুয়েট ও এগডার বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশনে পরিচালিত চলমান কেয়ার প্রকল্পের আওতায় দ্বিতীয় মেয়াদে শিক্ষাবৃত্তির সুযোগ দেওয়া হচ্ছে। 

বুধবার (২৭ মার্চ) চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মুহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত দুটি বিজ্ঞপ্তিতে দুই বছর মেয়াদী মাস্টার্স ইন রিনিউবেল এনার্জি প্রোগ্রাম এবং পাঁচ মাস মেয়াদী গবেষণা/কোর্স ওয়ার্কের জন্য আবেদন আহবান করা হয়েছে।

যন্ত্রকৌশল বিভাগ এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন অথবা চলতি মাসে স্নাতক তত্ত্বীয় কোর্স এবং জুনের মধ্যে স্নাতক ডিগ্রি সম্পন্নকৃত শিক্ষার্থীরা দু’বছরের মাস্টার্স প্রোগ্রামে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। 

এছাড়া  নরওয়েতে এক সেমিস্টার অধ্যয়নের নিমিত্তে (সম্ভাব্য সময় আগষ্ট- ডিসেম্বর ২০২৪) চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজিতে অধ্যয়নরত পিএইচডি/মাষ্টার্স কোর্সের শিক্ষার্থীরা পাঁচ মাসের গবেষণা/কোর্স ওয়ার্কের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন সংযুক্ত ছক মোতাবেক আগামী ১৬ এপ্রিলের (মঙ্গলবার) মধ্যে উক্ত প্রকল্পের পরিচালক এবং যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের ই-মেইলে (a.sayem@cuet.ac.bd) পাঠাতে বলা হয়েছে। আবেদনপত্রে বিষয় ‘Thesis/Course Work-NAME-DEPARTMENT/INSTITUTE’ এ ফরম্যাটে একটি Single PDF File এ জমা দিতে বলা হয়েছে।

এ শিক্ষাবৃত্তির আওতায় শিক্ষার্থী বিনা খরচে পড়ার পাশাপাশি প্রতি মাসে জীবনযাত্রার ব্যয় নির্বাহে ১২ হাজার ৬০০ নরওয়েজিনার ক্রোনা পাবেন।

আরো পড়ুন: চাকরি ছেড়ে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর, মাসে আয় বেতনের আটগুণ

প্রকল্পের পরিচালক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, দু’বছর মেয়াদি কোর্সের জন্য ২-৩ জনকে নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ মাস্টার্স কোর্স নরওয়েতেই সম্পন্ন করবেন। আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে সিজিপিএ-৪ স্কেলে ন্যুনতম ৩.৫ থাকতে হবে।

তিনি জানান, শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে তাঁদের সিজিপিএ, ইন্টারভিউ পারফরমেন্স ইত্যাদি বিবেচনা করা হবে। পাঁচ মাস মেয়াদি (এক সেমিস্টার) মাস্টার্স কোর্সে ৪-৫ জন শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে মাস্টার্সের অবশিষ্ট তিন সেমিস্টার চুয়েটে সম্পন্ন করবেন। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা চূড়ান্তভাবে ২৪ এপ্রিল এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence