টিএসসিতে গিয়ে ক্ষমা চাইলেন অভিনেত্রী মেহজাবীন

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে গিয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর ‘প্রিয় মালতী’-সিনেমার পোস্টার সটিয়ে দেয়ার ঘটনায় ক্ষমা চাইলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এসময় দুঃখপ্রকাশ করে তিনি প্রতীকী পোস্টারও ছিঁড়েছেন।

আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে ঢাবির সহকারী প্রক্টর রফিকুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি টিএসসিতে এসে দুঃখপ্রকাশ করে প্রতীকী পোস্টার ছিঁড়েছেন। এতে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। পরে তিনি নিরাপদে ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী টিএসসির ডাসের দেয়ালে ২০১৬ সালে আলোচিত হত্যাকাণ্ডের শিকার কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর সিনেমাটির একটি পোস্টার সটিয়ে দিচ্ছেন। এসময় দৃশ্যটি ধরা পড়ে গণমাধ্যমের ক্যামরায়। পরে বিষয়টি নজরে আসলে এর সমালোচনা করে এই অভিনেত্রীকে ক্ষমা চাইতে বলেন ঢাবি শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ডাসের দেয়াল খেকে ‘প্রিয় মালতী’-এর  পোস্টার তুলে ফেলছিলেন। 

পরে বিষয়টি জানাজানি হলে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী টিএসসিতে এসে এ ঘটনার দুঃখপ্রকাশ করে তিনি প্রতীকী পোস্টার ছিঁড়েন। এসময় তিনি বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখতে অনুরোধ করেন। 

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকের এক পোস্টে বলেন, ভুলবশত ও অনাকাঙ্খিত অব্যস্থাপনায় একটি পোস্টার মরহুমা সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি।

‘প্রিয় মালতী’-এর মাধ্যমে আগামী ২০ ডিসেম্বর ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিষেক হতে যাচ্ছেন বড় পর্দায়। এদিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টারিং করতে গিয়ে এই সমালোচনার মুখে পড়েন তিনি।

জানা গেছে, মেহজাবীন ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।


সর্বশেষ সংবাদ