আমার প্রেমিক ঢাকা শহরের সব ফুল তুলে এনেছেন আমার জন্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৮:৪৯ PM , আপডেট: ০১ জুন ২০২৪, ০৮:৫৪ PM
ঢাকাই ছবির নায়িকা তমা মির্জার আজ জন্মদিন। সেই জন্মদিনের প্রথম প্রহর থেকেই যেন চমকের পর চমকের ওপরে আছেন তিনি। পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, প্রেমিক—সবাই বিশেষ দিনটি পরিপূর্ণ করে দিয়েছেন তাঁকে। তমা মনে করেন, এ জীবনে তাঁর শ্রেষ্ঠ জন্মদিন পালন এটি।
নায়িকা তমা মির্জা বলেন, ‘একটা মানুষের জীবনে এর চাইতে আর সুন্দর জন্মদিন হতে পারে না। আজ জীবনটা পরিপূর্ণ মনে হচ্ছে। জন্মদিনকে ঘিরে বাবা–মা–ভাই থেকে শুরু করে আমার গাড়িচালক, এমনকি গৃহকর্মী আমাকে যেভাবে সারপ্রাইজ দিয়েছেন, আমি ভুলব না। আর ভালোবাসার মানুষটি ঝুড়ি ভর্তি করে সব রঙের গোলাপ, বেলি, রজনীগন্ধা, টিউলিপসহ পারলে ঢাকা শহরের সব রকমের ফুল যেন তুলে এনেছেন আমার জন্য।
২০টি ঝুড়িভর্তি অসংখ্য ধরনের ফুল নিয়ে হাজির হয়েছেন আমার বাসায়। পৃথিবীতে ফুলের চেয়ে প্রিয় উপহার আর কিছু হতে পারে না। এসব দেখে আমি তো আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’
রাত ১২টা ১ মিনিটে কেক কেটে জন্মদিন পালন শুরু হয় তমার। এরপর প্রেমিক চিত্রপরিচালক রায়হান রাফীর নতুন গাড়িতে চড়ে রাতের শহরে বেরিয়ে পড়েন। তমা বলেন, ‘রাতে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে অন্তত চারটি জায়গায় পার্টি করেছি, কেক কেটেছি। ভোররাতে ফিরেছি। দুপুরে ঘুম থেকে উঠলাম। নানা জায়গা থেকে শুভাকাঙ্ক্ষীদের জন্মদিনের কত কত শুভেচ্ছাবার্তা পাচ্ছি।’
জানালেন, রাফীর বাসায় আজ রাতে তাঁর জন্মদিনের অনুষ্ঠান আছে। বলেন, ‘রাফীর মা, মানে আন্টি নিজ হাতে রান্না করছেন আমাদের জন্য। আমার ও রাফীর কাছের মানুষ থাকবেন অনুষ্ঠানে।’