শাবিপ্রবি ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে ফেরার নির্দেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

সম্প্রতি ছাত্রছাত্রীদের ‘অবাধ’ বিচরণ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের মন্তব্যর পর শাবিপ্রবি ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে ফেরার নির্দেশ দিয়েছেন হল প্রশাসন। 

রোববার (৭ আগস্ট) বিকেলে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) জোবেদা কনক খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়ার তথ্য জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, বাইরের ফজল কমপ্লেক্স ও সামাদ হাউজে অবস্থানরত সকল ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে সার্বিক নিরাপত্তার স্বার্থে পূর্ব প্রচলিত নিয়ম অনুযায়ী- রাত ১০টার মধ্যে হলে প্রবেশ করতে হবে। এর পর হলে প্রবেশ করতে হলে- নিজ নিজ হলের দায়িত্বে থাকা সহকারী প্রভোস্ট অথবা সুপারদের সাথে মোবাইলে যোগাযোগ করে খাতায় নাম, বিভাগ, রুম নং ও মোবাইল নম্বর সঠিকভাবে লিখতে হবে।

এর আগে গত জানুয়ারিতে উপাচার্য পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠে শাবি। সেসময় ফরিদ উদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের নানা্ন অভিযোগের একটি ছিল- ছাত্রীদের হলে প্রবেশে রাত ১০টা পর্যন্ত সময় বেধে দেয়া।

আরও পড়ুন: রাজধানীতে লরি চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

ওই আন্দোলনে সক্রিয় থাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার নতুন নির্দেশনা প্রসঙ্গে বলেন, আমাদের অনেকে টিউশনি করে। নিজেরাও বাইরে পড়তে যায়। তাদের অনেকের ফিরতে রাত ১০টা পেরিয়ে যায়। তাই আমরা প্রথম থেকেই এমন নির্দেশনার বিরোধীতা করে আসছি। কিন্তু, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ঘটনাকে পুঁজি করে- আবার সেই নির্দেশনা আমাদের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে।

এর আগে ২৯ জুলাই বুলবুল আহমেদের মাগফেরাতের জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'আমরা দেখছি, ইদানীং আমাদের ক্যাম্পাসে কোনো শৃঙ্খলা নেই। রাতে-দিনে যে যেভাবে পারে- অবাধ বিচরণ করছে। অনেক সময় এমন পরিস্থিতি দেখা যায়, যা দেখলে আমরা নিজেরাও লজ্জিতবোধ করি'।

উপাচার্যের এমন মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই রোববার ছাত্রীদের হলে প্রবেশের সময়সীমা বেধে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


সর্বশেষ সংবাদ