সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু  © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম রাইসুল ইসলাম শুভ। তিনি সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গুরুতর আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার ঘোনাপাড়া এলাকায় দোলা পরিবহনের একটি বাস যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দিলে এতে ভ্যানচালকসহ  বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবি ছাত্রী অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নিহত শিক্ষার্থীর বিষয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহ মুহাম্মদ মঞ্জুরুল কবির জানিয়েছেন, ‘দুর্ঘটনার পর কয়েকজন ব্যক্তি গুরুতর আহতদের জরুরি বিভাগে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে শিক্ষার্থীকে মৃত ঘোষণা করি এবং নিয়মানুযায়ী পুলিশকে বিষয়টি অবগত করি।’

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ‘দোলা বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘাতক ড্রাইভারকে ধরে হস্তান্তর করতে দোলা পরিবহণ কর্তৃপক্ষকে ১ঘণ্টা সময় দেয়া হয়েছে।’

আরও পড়ুন: ১২ বছরের মেধাবী ছাত্রীকে খুন, যুবক গ্রেফতার

এদিকে, দুর্ঘটনায় নিহত ওই শিক্ষার্থীকে দেখতে গোপালগঞ্জ সদর হাসপাতালে উপস্থিত হয়েছেন বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ কিউ এম মাহবুব।

এসময় উপাচার্য শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বলেছেন, ‘এ ধরণের সম্ভাবনাময়ী শিক্ষার্থীর মৃত্যু কোনোক্রমেই মেনে নেয়ার মত নয়। এই সড়কে ইতিপূর্বেও এ ধরণের দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে আর কাউকে এই সড়কে এভাবে প্রান হারাতে না হয় তার জন্য নিরাপদ সড়ক নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’