ধর্ষকদের শাস্তির দাবিতে শাবি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শাবিপ্রবিতে গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শাবিপ্রবিতে গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

দেশব্যাপী ধর্ষণ, হত্যা, অরাজকতা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। মাগুরায় ৮ বছরের শিশুসহ অসংখ্য ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার জেরে বিক্ষোভ সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আলটিমেটাম দেন তারা। 

রবিবার (৯ মার্চ) রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হল ও মেয়েদের হল থেকে বেরিয়ে ক্যাম্পাসের মুক্তমঞ্চের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের আবারও রাস্তায় নামতে হবে কখনো ভাবতে পারেননি। তারা এখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে রাজপথে নেমেছেন। তারা চান, একটা ধর্ষকও যেন আর মুক্ত বাতাসে না ঘোরে। এই নরপশুদের ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যদি শাস্তি দিতে না পরেন, তাহলে পদত্যাগ করতে বাধ্য হবেন। 

আরো পড়ুন: ধর্ষণের বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে হলে ফিরলেন ঢাবি ছাত্রীরা

তারা আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগেও মেয়েদের দোষ দিয়ে বক্তব্য দিয়েছেন। অন্তর্বর্তী সরকার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এদেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসবের সুষ্ঠু জবাব চান। তা না হলে তাকে পদত্যাগ করতে হবে।


সর্বশেষ সংবাদ