নতুন বছরে শিক্ষার্থীদের পরিকল্পনা ও প্রত্যাশা
- সুজন চন্দ্র দাস, মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ AM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ PM
একদিন পরই আসছে নতুন একটি বছর। ২০২৪ সালকে বিদায় জানাত দরজায় কড়া নাড়ছে ২০২৫ সাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থানসহ অনেক ঘটনাবহুল ২০২৪ সাল বিদায় নিচ্ছে। নতুন বছরের শুরুতে নানান পরিকল্পনা নিয়ে আগ্রহী শিক্ষার্থীরা। তারা একদিকে যেমন পড়াশোনায় মনোযোগী হতে চান, তেমনি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য বিভিন্ন কার্যক্রমেও অংশ নিতে চাইছেন।
দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিজেদের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কয়েকজন শিক্ষার্থী। নতুন বছরের প্রতিটি মুহূর্ত শিক্ষার্থীদের জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসে। তারা সেই সুযোগ কাজে লাগাতে চান, যাতে তাদের একাডেমিক, সামাজিক ও ব্যক্তিগত জীবন আরও উন্নত হয়।
এ বছর অনেক শিক্ষার্থী তাদের লক্ষ্য ঠিক করেছেন। বিশেষ করে অ্যাকাডেমিকভাবে উন্নতি করার জন্য চেষ্টা করবেন তারা। কেউ কেউ নতুন বছরকে একটি সুযোগ হিসেবে দেখছেন, যেন তারা আগের হারানো দিনগুলো পুনরুদ্ধার করতে পারে। বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্কও আরও শক্তিশালী করার পরিকল্পনা তৈরি করেছেন অনেকে।
জিয়াউর রহমান
রসায়ন বিভাগের
স্বৈরাচারের পতনের পর বিশ্ববিদ্যালয়গুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। ২০২৪-এ জুলাই-আগস্ট অভ্যুত্থানে যেভাবে দল মত নির্বিশেষে সবাই কাধে কাধ মিলিয়েছে, ভবিষ্যতে দেশের প্রয়োজনে আবারো সবাই এক হবে- এই প্রত্যাশা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ, শিক্ষার্থীদের সেশনজট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেবেন। অনার্স বা মাস্টার্স চলাকালীন ল্যাব-প্রজেক্ট বা থিসিস সম্পন্ন করতে হবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যেই রেজাল্ট পাবলিশ করতে হবে।
গবেষণার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, বাজেট বৃদ্ধি করতে হবে। হল প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে স্বচ্ছতার ভিত্তিতে হলের আসন বরাদ্দ দিতে হবে। একবার আবেদনের ভিত্তিতেই আসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আর আবেদনের প্রয়োজন নেই, এরকম অটোমেশন পদ্ধতি চালু করতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সচল রাখতে হবে। আইন শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
আবু হানজালা মেরিন
পদার্থবিজ্ঞান বিভাগ
নতুন বছরে নতুন সমস্যা আসবে, যেখানে পুরোনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপযুক্ত সমাধান করতে হবে। ২০২৪ সালটা অনেক কিছুই নতুন করে সাজিয়ে দিয়ে গেছে। একটি ঐতিহাসিক বিপ্লবের সাক্ষী হয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা। সাথে দেখেছে প্রিয়জন, কাছের বন্ধু এবং সম্পূর্ণ অপরিচিত ভাই বোনদের মৃত্যু, তাদের নির্যাতিত হওয়ার দৃশ্য। সংস্কারমুখী একটি ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি। সেশনজটের মতো চিন্তার সাথে সাথে রয়েছে পারিপার্শ্বিক চাপ ও তার প্রভাব নিয়ে সংকট।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আর দৈনন্দিন জীবনে আয়-ব্যয়ের অসঙ্গতি ও এখন ছাত্রজীবনের উল্লেখযোগ্য সমস্যা। সব সমস্যার উপযুক্ত সমাধানসহ জুলাই বিপ্লবের চেতনা এবং একটি সুস্থ সুন্দর রাজনৈতিক পরিবেশে কেবল বাংলাদেশের উন্নতির স্বার্থে সকল কর্মকান্ডকে স্বাগত জানাতে চান সাধারণ শিক্ষার্থীরা।
মতিয়া পারভীন মনি
অর্থনীতি বিভাগ
নতুন বছর মানেই নতুন কিছু অভিজ্ঞতা। নতুন কোনো পাওয়া- না পাওয়ার হিসাব। ছোটবেলায় নতুন বছর বলতে বুঝতাম, পুরো মাসজুড়ে ছুটি কাটানোর মজা এবং নতুন বইয়ের গন্ধ। কিন্তু আজ সেসব অতীত। এমন করেই একটার পর একটা নতুন বছর এসে কেড়ে নিচ্ছে আমাদের অনেক সোনালী অতীত। নতুন বছর মানেই আরেকটু বড় হয়ে যাওয়া। ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনের চাপ অনবরত, অতঃপর কোনো এক নতুন বছরে শুরু চাকরির জন্য প্রস্তুতি। আর এভাবেই প্রতিটি নতুন বছর কেটে যাচ্ছে, হয়তো কেটে যাবে।
তবুও নতুন বছরকে সামনে রেখে আমাদের আশা, আকাঙ্ক্ষা, প্রার্থনার শেষ নেই। সব ব্যস্ততা, চাপ, অনুকূল পরিবেশ- সবকিছুকে পেছনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি আরও একটি সুন্দর নতুন বছরের আশায়। নতুন বছর সবার ভালো কাটুক, সব অপূর্ণতা পরিণতি পাক পূর্ণতায়।
মো. হিসাম
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ
২০২৪ সাল আমাদের জীবনে যেমন কিছু কঠিন সময় উপহার দিয়েছে, তেমনই কিছু সুন্দর মুহূর্তও এনে দিয়েছে। তাই পুরোনো দুঃখ-কষ্টকে পেছনে ফেলে নতুন বছরে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময় এসেছে। সমাজে ভালো এবং মন্দ দুই শ্রেণির মানুষই আছে। আমাদের উচিত, খারাপ সঙ্গ ত্যাগ করে সঠিক পথে চলা এবং নিজেকে সৎ পথে প্রতিষ্ঠিত করা। জীবনে সফল হতে হলে লক্ষ্যগুলো পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। নতুন বছর নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসে। আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে হবে। একই সঙ্গে পরিবার ও বন্ধুদের সঙ্গে আরও সময় কাটাতে হবে এবং সম্পর্কগুলো গভীর করতে হবে।
সব সময় বাবা-মাকে শ্রদ্ধা করা, তাদের পরামর্শ মেনে চলা, এবং তাদের দেখানো পথে এগিয়ে যাওয়ার মানসিকতা ধারণ করতে হবে। আমাদের প্রত্যেকের উচিত নিজেকে একজন সৎ, নৈতিক এবং চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তোলা। অন্যায়কে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না এবং সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে। নতুন বছরে আসুন আমরা একসঙ্গে শপথ করি, প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলব। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা।
সাব্বির আহমেদ শাওন
ফার্মেসি বিভাগ
২০২৫! জীবনের প্রতিটি নতুন বছরের মতো এ বছরটাও স্বপ্নে ঘেরা, রঙিন হোক। আসুন, এবার আমরা সবাই ডানা মেলে উড়তে শিখি, অবারিত দিগন্তে ছড়িয়ে দিই আমাদের সম্ভাবনা। অ্যাকাডেমিক জীবনকে স্বচ্ছ ও সরল করতে উদ্যোগী হই, নতুন স্বপ্ন দেখে এগিয়ে যাই। আমাদের প্রতিটি মুহূর্ত হোক উপভোগ্য। সুখ ও শান্তি যেন সবার জন্য সহজলভ্য হয়। নিজেকে মেলে ধরি নিজের সীমা ছাড়িয়ে, ক্যাম্পাস থেকে সুদূর বিস্তৃত জগতে। যেন আরও অনেক মানুষ আমাদের চিনতে পারে, শুনতে পারে, দেখতে পারে। হাজারো নতুন স্মৃতির ঝুলি ভরে তুলি আমাদের প্রিয় মানুষদের সঙ্গে। প্রতিদিন যেন হাসি থাকে মুখে, কোনো আফসোস নয়। আসুন, ২০২৫-এ আমাদের চারপাশের প্রতিটি মানুষকে সুখী করার শপথ নেই। মানুষের মুখে হাসি দেখাই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
মৌ তালুকদার
এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ
নতুন বছর শিক্ষার্থীদের কাছে এক নতুন সূচনা, যেখানে পুরোনো ভুল-ত্রুটি পেছনে ফেলে, নতুন উদ্যম, অধ্যবসায় ও ইতিবাচকতার মাধ্যমে জীবনের প্রতিটি অধ্যায়কে সার্থক করে তোলার সুযোগ তৈরি হয়। এটি তাদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে, যেখানে তারা নিজের উন্নতি ও সাফল্যের পথে অগ্রসর হওয়ার পরিকল্পনা করে। শিক্ষার্থীরা গত বছরের ভুলগুলো বিশ্লেষণ করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং উন্নতির লক্ষ্যে এগিয়ে যেতে চান। পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে তারা নতুন লক্ষ্য নির্ধারণ করেন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন।
একজন শিক্ষার্থী হিসেবে, আমি নতুন বছরে প্রতিটি দিনকে অর্থবহ ও ফলপ্রসূ করতে দৃঢ়প্রতিজ্ঞ। পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নতুন দক্ষতা অর্জনে সচেষ্ট থাকতে চাই। প্রতিদিন কিছু সময় নিজের দক্ষতা উন্নয়নে ব্যয় করব, যাতে ভবিষ্যতে নিজেকে আরও সমৃদ্ধ ও প্রস্তুত করতে পারি। পরিবারের প্রতি ভালোবাসা ও সহানুভূতি জানানো, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আমি জীবনের ভারসাম্য রক্ষা করতে চাই।
মো. ওমর ফারুক
রসায়ন বিভাগ
নতুন বছরে প্রথমত আমাদের প্রত্যয়-৭১ কে একটু সুসজ্জিত করা দরকার। বর্তমানের চাহিদার তুলনায় বাসের সংখ্যা কম হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। বাস সংখ্যা বৃদ্ধি পেলে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে। পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষার্থীরা অনেক সচেতন। তারা মনে করেন, ক্যাম্পাসের রাস্তার মোড়গুলোতে ডাস্টবিন স্থাপন করা হলে বর্জ্য যথাস্থানে ফেলা সহজ হবে। এতে ক্যাম্পাস পরিচ্ছন্ন থাকবে এবং পরিবেশ দূষণ কমবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি যেগুলো ভাঙা হয়েছে সেখানে অন্য কিছু স্থাপন করা, যেমন- মাওলানা ভাসানীর স্বরনে কিছু স্থাপন করা যেতে পারে।
রঙ-তুলির ছোঁয়ায় ক্যাম্পাসকে আরও মনোমুগ্ধকর করে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ভবন, দেয়াল ও বিভিন্ন স্থাপনায় রঙের কাজের মাধ্যমে ক্যাম্পাস আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে তাদের আশা।