র‍্যাগিংয়ের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রী হাসপাতালে

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) গণিত বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই বর্ষের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে। 

সম্প্রতি বশেফমুবিপ্রবির মাঠে র‍্যাগিংয়ের এই ঘটনা ঘটে। এই ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী।

অভিযুক্তরা হলেন, ফিশারিজ বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাতেমা বিনতে হোসাইন নিশি, মোস্তাফিজুর রহমান মুরাদ, তাহরিন তাসমিয়া সিদ্দিকি হৃদী, মোহাম্মদ খাইরুল ইসলাম, ফারহানুল হক প্রান্ত ও হাবিবুর রহমান অন্তর।

ভুক্তভোগী শিক্ষার্থী শায়লা সাদিকা বলেন, ২৭ আগস্ট সন্ধ্যায় আমাকে বিশ্ববিদ্যালয় মাঠে নিশি, হৃদি, খাইরুল, প্রান্ত, মুরাদ ও অন্তর ভাই মিলে ছাত্রী হলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মানসিক নির্যাতন ও অপদস্থ করেন। এই ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে শ্বাসকষ্ট ও জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমাকে হাপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই আমার শরীরের বাম পাশ অবশ হয়ে ছিলো যা এখনো কিছুটা আছে। হাসপাতালে থাকায় আমি আমার পরীক্ষাটিও দিতে পারিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বুলিং ও র‍্যাগিং প্রতিরোধ কমিটির আহবায়ক এবং ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মৌসুমী আক্তার বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


সর্বশেষ সংবাদ