শিক্ষাক্ষেত্রে রাজধানী নির্ভরতা কমাতে চান শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সাংবাদিকদের মতবিনিময় সভা
চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সাংবাদিকদের মতবিনিময় সভা  © সংগৃহীত

শিক্ষাক্ষেত্রে রাজধানী নির্ভরতা কমাতে চান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সবকিছুতেই রাজধানীমুখীতা বেশি। সেজন্য অন্যান্য শহরগুলোতে কাজ সৃষ্টি হচ্ছে না। রাজধানী ঢাকার ওপর যে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে, সেটি থেকে মুক্তি পেতে বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমাদের পক্ষে যা করা সম্ভব তা করার চেষ্টা করব। চট্টগ্রামে কেউ যদি প্রতিষ্ঠান করতে চান সেটার সিদ্ধান্ত এখান থেকেই যেন পান। ঢাকা কিংবা শিক্ষামন্ত্রালয়ে যেন দৌড়াদৌড়ি করতে না হয়।

নতুন কারিকুলাম নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের ১ কোটি ৮০ লাখ শিক্ষার্থী হারিয়ে যাচ্ছে। তাদের ধরে রাখতে কারিকুলাম পরিবর্তনের বিকল্প নেই। শিক্ষার যে গুণগত পরিবর্তন যেগুলো এসেছে সেটার ফল আমরা আগামীতে দেখব। শিক্ষার একটা চ্যালেঞ্জ হচ্ছে দৃশ্যমান হয় দেরিতে। আমরা আগামী পাঁচ বছর পর হয়তো দৃশ্যমান কিছু দেখব। ভবিষ্যতে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক অবকাঠামোগত উন্নয়নও হবে। এমন ধরনের দক্ষতা ও মানসিকতা তাদের দিতে হবে, যেখানে তাদের নতুন দক্ষতা শেখার মানসিকতা তৈরি হয়। পরীক্ষার ফল দিয়ে সন্তানদের বিচার না করে, দক্ষতা দিয়ে তাদের বিচার করার অনুরোধ জানান তিনি।  

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন রেজার সভাপতিত্বে ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাবেক সভাপতি আবু সুফিয়ান, কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রুবেল খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ