বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১৭ শিক্ষকের জাল সনদ শনাক্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৫:১১ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২২, ০৫:১১ PM
শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) ৮১৭ জন শিক্ষকের জাল সনদ শনাক্ত হয়েছে। মাউশির আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে এসব শিক্ষকের জাল সনদ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত হতে আগামী ২৪ নভেম্বর একটি সভা ডাকা হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অভ্যান্তরীন নিরীক্ষা শাখার সহকারী সচিব মো. সেলিম শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে ৮১৭ জন শিক্ষকের সনদ জাল মর্মে শনাক্ত করেছে।
আরও পড়ুন: এনটিআরসিএর সনদ জাল করে শিক্ষকতা করছেন ৭৯৯ জন
জাল সনদসমূহ নিশ্চিত হওয়ার জন্য আগামী ২৪ নভেম্বর সকাল ১০টায় একটি সভা আহ্বান করা হয়েছে। সভাটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (নিরীক্ষা ও আইন) মুকেশ চন্দ্র বিশ্বাসের অফিস কক্ষে (কক্ষ নং-১৮০৩) অনুষ্ঠিত হবে। এতে যুগ্মসচিব মুকেশ চন্দ্র বিশ্বাস সভাপতিত্ব করবেন।
সভায় যথা সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়েছে।