হেডফোনের উপকারিতা ও অপকারিতা

হেডফোন
হেডফোন   © সংগৃহীত

বর্তমানে হেডফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলা কঠিন। কথা বলা, গান শোনা, ভিডিও কল, অনলাইন মিটিংসহ বিভিন্ন কাজে এর ব্যবহার রয়েছে। একাকী সময় কিংবা যানজটের সঙ্গীও হেডফোন। তবে এর উপকারিতার সঙ্গে বেশকিছু অপকারিতাও রয়েছে। জেনে নেওয়া যাক, সেসব বিষয়ে… 

উপকারিতা

১। দীর্ঘ বিরক্তিকর সময়ে হেডফোনের জুড়ি নেই

২। বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হেডফোন দরকার

৩। ভ্রমণের সময় হাত আটকে থাকলে হেডফোন ব্যবহার করা যায়

৪। কাজের ফাঁকে গান শুনতে 

৫। প্রচণ্ড ভীড়ে স্পষ্টভাবে কথা বলতে 

অপকারিতা

১। দীর্ঘসময় কানে হেডফোন থাকলে, কানে দাগ ও ব্যথা হতে পারে

২। কানের ওপর চাপ কমাতে হেডফোনের কভার নরম রাখার চেষ্টা করতে হবে। 

৩। মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি চালানোর সময় হেডফোন হুমকিজনক 

৪। রাস্তা পারাপারের সময় কানে হেডফোন না রাখাই ভালো

৫। উচ্চ শব্দে গান শোনায় শ্রবণশক্তি নষ্ট হতে পারে।

আরও পড়ুন : যে ৪০ অ্যাপ চুরি করছে ফেসবুক ও ব্যাংকের পাসওয়ার্ড

সতর্কতা: বর্তমানে বাজারে অল্প টাকায় অনেক হেডফোন পাওয়া যায়। তবে কানে এবং ফোনে অ্যাডজাস্ট হয় কিনা তা দেখে নেওয়া জরুরি। অল্প টাকায় হেডফোন না ক্রয় করাই ভালো, কারণ তা কান ব্যথার কারণ হতে পারে। এটি ব্যবহারে কানে কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের কাছে যান। 


সর্বশেষ সংবাদ