মেসেঞ্জারে আসছে ‘গোপন চ্যাট’ সংরক্ষণের সুযোগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ১১:৪০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২২, ১১:৪০ AM
প্রেরিত বার্তা অন্যদের থেকে গোপন রাখতে মেসেঞ্জারে চালু হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা। এ বছরের শুরুতে এই সুবিধা চালু করে মেসেঞ্জার। এর ফলে বিনিময় করা তথ্য বিশেষ কোডের মাধ্যমে প্রাপকের কাছে পৌঁছে যায়। এরপর কোডগুলো আবারও সাধারণ বার্তায় রূপান্তরিত হয়ে যায়। এতে করে অন্য কেউ সেগুলো জানতে পারেন না। এবার সেই বার্তাগুলো সংরক্ষণের জন্য নিরাপদ স্টোরেজ সুবিধা চালু করতে যাচ্ছে মেসেঞ্জার। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে মেসেঞ্জারের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধার মাধ্যমে বিনিময় করা বার্তাগুলো ব্যবহারকারীদের যন্ত্রে সংরক্ষিত থাকে। এর ফলে সেই যন্ত্রটি কখনো হারিয়ে গেলে কথোপকথনের ইতিহাসও হারিয়ে যায়। এজন্য সেগুলো সংরক্ষণে ‘মেটা’ নিরাপদ স্টোরেজ সুবিধা চালুর জন্য কাজ করছে।’
আরও পড়ুন : প্রেমের টানে দিনাজপুরে অস্ট্রিয়ান প্রকৌশলী
মেটা আরও জানিয়েছে ‘ব্যবহারকারী চাইলে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট মাধ্যমে বিনিময় করা তথ্যগুলো মেসেঞ্জারের পাশাপাশি বিভিন্ন অনলাইন ক্লাউড সেবাতেও সংরক্ষণ করতে পারবেন। ফলে অনলাইন ক্লাউড সেবাতেও বার্তাগুলো নিরাপদ থাকবে।’
প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ‘মেটা’ নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি এন্ড–টু–এন্ড এনক্রিপশন পদ্ধতিতে বার্তা-বিনিময়ের সুযোগে কাজ করছে। এ সুবিধা চালু হলে ‘সিক্রেট কনভারসেশন’ সুবিধা চালু না করেও স্বয়ংক্রিয়ভাবে (বিল্টইন) এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা মিলবে। শিগগিরই এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করা হবে।’