রাবি ক্যাম্পাস থেকে বিষধর সাপ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ১১:৫০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২২, ১১:৫০ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক এলাকা থেকে একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আবাসিক এলাকা পূর্বপাড়া কোয়ার্টার এলাকা থেকে সাপটি উদ্ধা করা হয়।
উদ্ধারকৃত সাপটি খৈয়া গোখরা হিসেবে পরিচিত। এটি লম্বায় ৪-৫ হাত হবে বলে জানিয়েছেন রাবি শিক্ষার্থী মিজানুর রহমান। তিনিই সাপটি উদ্ধার করেন।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা রেটিনার
জানতে চাইলে মিজান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাতে আমার কাছে একটি ফোন আসে। ফোনে আমাকে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের পূর্বপাড়া সিঁড়িঘরে একটি সাপ প্রবেশ করেছে। আমি দ্রুত সাপটি উদ্ধার করতে সেখানে যাই। গিয়ে দেখি সাপটি খৈয়া গোখরা। এটি অত্যন্ত বিষধর সাপ। এই সাপের কামড়ে কিছুক্ষণের মধ্যেই মানুষ মারা যেতে পারে।
তিনি আরও বলেন, সাপটি উদ্ধার করতে আমার ১০ থেকে ১৫ মিনিট সময় লেগেছে। বর্তমানে সাপটি আমার রুমে কৌটায় রেখে দিয়েছি। শুক্রবার এটি নিরাপদ স্থানে অবমুক্ত করবো।